Logo

সিলেট সীমান্তে বিজিবির উপর চোরাকারবারিদের হামলা

profile picture
জনবাণী ডেস্ক
১৭ মার্চ, ২০২৫, ০২:৩২
49Shares
সিলেট সীমান্তে বিজিবির উপর চোরাকারবারিদের হামলা
ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা হামলার শিকার হয়েছেন

বিজ্ঞাপন

চোরাকারবারিদের ধরতে গিয়ে সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা হামলার শিকার হয়েছেন। হামলায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শনিবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে। তখন বিজিবি টহল দল সীমান্তে ভারতীয় গরু প্রবেশ ঠেকানোর চেষ্টা করছিল।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ঘিলাতৈল, ফুলবাড়ী, তলাল, টিপরাখলা, করিমটিলা, কমলাবাড়ী, গোযাবাড়ী ও বাইরাখেল দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ করানোর চেষ্টা করছিল চোরাকারবারিরা। বিজিবি সদস্যরা তাদের ওপর নজর রেখে সীমান্তে অবস্থান নিয়েছিলেন। বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা বিজিবির ওপর হামলা চালায়। তাতে বিজিবি সদস্য মো. হারুনুর রশিদ (৩৫) ও মো. জমশেদ হোসেন (২৯) গুরুতর আহত হন।

চোরাকারবারিরা বিজিবির সঙ্গে হাতাহাতি ও ইট-পাথর নিক্ষেপ করে একটি বাদে বাকি গরুগুলো নিয়ে পালিয়ে যায়। আহত বিজিবি সদস্যদের উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আহত বিজিবি সদস্যরা সুস্থ আছেন। হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, হামলার বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD