উখিয়ায় দোকান ভাড়া নিয়ে বিরোধে কলেজ শিক্ষক নিহত

ভাড়া’ সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরের আঘাতে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
কক্সবাজারের উখিয়ায় ‘দোকান ভাড়া’ সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরের আঘাতে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
রবিবার (২০ এপ্রিল) মধ্যরাতে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।
বিজ্ঞাপন
নিহত মোহাম্মদ ইকবাল ( ৫৩ ) একই এলাকার মৃত গুরা মিয়ার ছেলে। তিনি উখিয়া ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক।
আটক মোহাম্মদ শরীফ ওরফে বট্টল (৪৫) একই ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার শামশুল আলমের ছেলে।
বিজ্ঞাপন
নিহতের ছেলে আলিফ মোহাম্মদ ইফতিয়াজ নূর নিশান বলেন, তার বাবার মালিকাধীন দোকান ঘরের ভাড়াটে ছিলেন মোহাম্মদ শরীফ। বেশ কিছুদিন ধরে দোকান ভাড়া সংক্রান্ত লেনদেন নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল। রবিবার মধ্যরাতে উখিয়ার ঘিলাতলী এলাকায় নিজ বাড়ীর সামনে তার বাবার সঙ্গে মোহাম্মদ শরীফের এ নিয়ে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে শরীফ তার বাবাকে এলোপাতাড়ী কিল-ঘুষি ও লাথি মেরে আঘাত করে। পরে তার শোর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে হামলাকারি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা ধাওয়া দিয়ে তাকে আটক করে।
বিজ্ঞাপন
“পরে স্থানীয়রা আহত মোহাম্মদ ইকবালকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। “
বিজ্ঞাপন
উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, মধ্যরাতে উখিয়ার ঘিলাতলী এলাকায় দোকান ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে এক ব্যক্তির নিহতের খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় ঘটনায় জড়িত অভিযোগে স্থানীয়রা একজনকে ধরে পুলিশের কাছে তুলে দেয়। ঘটনার রহস্য উদঘাটনের ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
আরিফ হোছাইন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এসডি/