Logo

উখিয়ায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যর

profile picture
জনবাণী ডেস্ক
২৩ এপ্রিল, ২০২৫, ০৩:৫৮
47Shares
উখিয়ায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যর
ছবি: সংগৃহীত

যাত্রীবাহী অটোরিকশা ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছে

বিজ্ঞাপন

কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী অটোরিকশা ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরও তিনজন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কাশিয়ারবিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।

বিজ্ঞাপন

নিহত মোহাম্মদ মহিউদ্দিন ওরফে মহিউদ্দিন মুন্সি ( ৬০ ) উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার মৃত মকবুল আহমেদের ছেলে। তিনি রাজাপালং ইউপির ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

তবে আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি ওসি।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে আরিফ হোছাইন বলেন, বিকালে উখিয়া স্টেশন থেকে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মহিউদ্দিন মোটর সাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। তিনি পথিমধ্যে কাশিয়ারবিল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি দুমড়ে মুচড়ে গিয়ে ৪ জন আহত হয়।  

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে।

বিজ্ঞাপন

নিহতের লাশ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD