Logo

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে কমছে যানজট

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুন, ২০২৫, ০৩:৩০
46Shares
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে কমছে যানজট
ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে কমছে যানজট

বিজ্ঞাপন

পবিত্র ইদুল আযহার ছুটির শেষ দিনে বিকেল ৩টার পর যমুনা সেতুর দুই পাশে যানজট পরিস্থিতির উন্নতি হয়েছে। পূর্বপাশে যানজট পুরোপুরি কেটে গেছে। তবে পশ্চিম প্রান্তের যানজট ১৫ কিলোমিটার থেকে কমে ৫ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে। 

ঈদের ছুটি শেষে সকাল থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশে যমুনা সেতুর দুই পাশে প্রায় ৩০ কিলোমিটারজুড়ে যানজট দেখা দেয়। তবে বিকেলে তা কিছুটা স্বাভাবিক হয়েছে। টাঙ্গাইল অংশের যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত সকালের ১৫ কিলোমিটার যানজট এখন নেই বলে জানিয়েছে এলেঙ্গা হাইওয়ে পুলিশ।

বিজ্ঞাপন

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, সকালে দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়েছিল। এখন পূর্ব পাড়ে কোনো যানজট নেই, তবে ঢাকামুখী লেনে চাপ রয়েছে, গাড়ি ধীরগতিতে চলছে।

বিজ্ঞাপন

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, যানজট এখন অনেকটাই কমেছে। তবে গাড়ির চাপ থাকায় ধীরে চললেও যানবাহন থেমে নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মাঠে রয়েছে।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD