দেড় মাসেও সন্ধান নেই গাজীপুরের নিখোঁজ হাফেজার

গাজীপুরে নিখোঁজ হওয়ার দেড় মাস পেরিয়ে গেলেও পঞ্চাশ বছর বয়সী হাফেজার কোনো সন্ধান মেলেনি। এতে পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত কার্যকর অগ্রগতি না পাওয়ার অভিযোগ করেছেন তারা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নিখোঁজ হাফেজার বৃদ্ধ মা ছাহেরা খাতুন, ছোট ভাই শহিদুল ইসলামসহ স্বজনেরা গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। তারা জানান, গত ১ নভেম্বর বিকেল ৩টার দিকে গাজীপুর মহানগরীর ৩৪ নম্বর ওয়ার্ডের গাছা থানাধীন ছয়দানা এলাকা থেকে হাফেজা নিখোঁজ হন। ঘটনার এক মাস পর ১ ডিসেম্বর গাছা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় (জিডি নং–১৮)।
আরও পড়ুন: শ্রীপুরে ভাঙারি দোকানে ভয়াবহ আগুন
স্বজনদের দাবি, হাফেজা বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারটি দিন দিন আরও অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় ভুগছে। দ্রুত তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয় ভূমিকা কামনা করেছেন তারা।
বিজ্ঞাপন
এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, নিখোঁজ হাফেজাকে উদ্ধারে দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।








