Logo

দেড় মাসেও সন্ধান নেই গাজীপুরের নিখোঁজ হাফেজার

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৮ ডিসেম্বর, ২০২৫, ১৯:১৯
2Shares
দেড় মাসেও সন্ধান নেই গাজীপুরের নিখোঁজ হাফেজার
ছবি: সংগৃহীত

গাজীপুরে নিখোঁজ হওয়ার দেড় মাস পেরিয়ে গেলেও পঞ্চাশ বছর বয়সী হাফেজার কোনো সন্ধান মেলেনি। এতে পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত কার্যকর অগ্রগতি না পাওয়ার অভিযোগ করেছেন তারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নিখোঁজ হাফেজার বৃদ্ধ মা ছাহেরা খাতুন, ছোট ভাই শহিদুল ইসলামসহ স্বজনেরা গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। তারা জানান, গত ১ নভেম্বর বিকেল ৩টার দিকে গাজীপুর মহানগরীর ৩৪ নম্বর ওয়ার্ডের গাছা থানাধীন ছয়দানা এলাকা থেকে হাফেজা নিখোঁজ হন। ঘটনার এক মাস পর ১ ডিসেম্বর গাছা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় (জিডি নং–১৮)।

স্বজনদের দাবি, হাফেজা বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারটি দিন দিন আরও অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় ভুগছে। দ্রুত তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয় ভূমিকা কামনা করেছেন তারা।

বিজ্ঞাপন

এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, নিখোঁজ হাফেজাকে উদ্ধারে দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD