পাইকগাছায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী মতবিনিময় সভা

পাইকগাছার লতা ইউনিয়নে ধানের শীষ প্রতীকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার বিকালে ৫নং ওয়ার্ডবাসীর আয়োজনে কাঠামারী কেন্দ্রীয় দূর্গা মন্দির চত্বরে ইউপি সদস্য পুলোকেশ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ।
আরও পড়ুন: দিঘলিয়ায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আটক
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক কেএম আশরাফুল ইসলাম নান্নু।
বিজ্ঞাপন
লতা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ইব্রাহীম গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, লতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাহার, উপজেলা মহিলা দলের সভানেত্রী লক্ষীরাণী গোলদার, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ইমরান সরদার, চিত্তরঞ্জন রায়, ইউপি সদস্য আজিজুল বিশ্বাস, বিনতা রাণী বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক কালিদাস রায় ও মনিরুল ইসলাম। বক্তারা স্বাধীনতার পক্ষের শক্তি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।








