Logo

নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
১৮ ডিসেম্বর, ২০২৫, ১৮:২১
8Shares
নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগর ও নাফনদীর মোহনা থেকে মাছ শিকারে যাওয়া টেকনাফ শাহপরীরদ্বীপের দুটি নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে গেছেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর) সকাল ৮টায় শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া মোহনা থেকে মাছ শিকার করে ফেরত আসার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া নৌ ঘাটের সভাপতি আব্দুল গফুর। ট্রলার দুটি মালিক শাহপরীরদ্বীপ ডাংগর পাড়ার রাশেদ ও মো ফারুক।

আব্দুল গফুর জানান, আমার ঘাটের চারটি নৌকাকে সকাল আটটার দিকে বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ শিকার করে ঘাটে ফেরত আসার সময় আরকান আর্মি ধাওয়া করে দুইটি নৌকা ধরতে পারে বাকি দুই নৌকা পালিয়ে আসে। দুই নৌকার মধ্যে ৯ জেলে রয়েছেন। এ ঘটনায় মাছ ধরার ট্রলার মালিক ও জেলেরা আতঙ্কের মধ্য রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম জানান, দুটি নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাচ্ছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

বিজিবির দেওয়া তথ্য মতে, গত দশ মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাফ নদীসহ সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩৫০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় এদের মধ্যে প্রায় ২০০ জনকে কয়েক দফায় ফেরত আনা হয়। এখনো ১৫০ জেলে আরাকান আর্মির হাতে রয়েছে। যার ফলে অনেক জেলে সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD