Logo

খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের কিলিং মিশনের সদস্য গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
১৮ ডিসেম্বর, ২০২৫, ১৮:৩৫
6Shares
খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের কিলিং মিশনের সদস্য গ্রেফতার
ছবি প্রতিনিধি।

খুলনা মহানগরীর আদালত চত্বরে সংঘটিত আলোচিত জোড়া খুনের ঘটনায় কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী ইজাজুল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

বিজ্ঞাপন

গ্রেতারকৃত ইজাজুল হোসেন শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‍্যাব। ইজাজুল একই এলাকার ফারুক হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নিস্তার আহমেদ।

বিজ্ঞাপন

র‌্যাব-৬ সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর খুলনা মহানগরীর আদালত চত্ত্বরের প্রকাশ্য দিবালোকে একটি নৃশংস হত্যাকান্ড সংগঠিত হয়। এ ঘটনায় ফজলে রাব্বী রাজন (৩০) ও হাসিব হাওলাদার (৪০) নামের দুই জন ব্যক্তিকে বিজ্ঞ আদালতে হাজিরা প্রদান শেষে বের হওয়ার সময় দুপুরে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

ঘটনার পর র‌্যাব-৬ এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সমূহ সংগ্রহ করে এবং বিভিন্ন সিসি টিভি ফুটেজ ও মোবাইলে ধারণকৃত ভিডিও সংগ্রহ করে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে পাঁচটায় খুলনার রূপসা নদীর অপর পাড়ে আইজগাতি এলাকা থেকে হত্যাকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ও মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজ সরাসরি দৃশ্যমান মো. ইজাজুল হোসেনকে গ্রেফতার করা হয়। তার পিতার নাম ফারুক হোসেন।

বিজ্ঞাপন

র‌্যাব-৬ এর মিডিয়া অফিসার ফজলুর রহমান জানান, সংঘঠিত এ হত্যাকান্ডটি মূলত খুলনা মহানগরীতে বিদ্যমান দুইটি সন্ত্রাসী গ্রুপের মাঝে অন্ত:কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ঘটে। মাদকের টাকা ভাগাভাগি, চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে বিবাদের জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হয়। এছাড়া বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD