Logo

ভোটের সব স্টেকহোল্ডারকে রাখতে হবে পক্ষপাতহীন: গোলাম পরওয়ার

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
১০ ডিসেম্বর, ২০২৫, ১৮:৫৬
18Shares
ভোটের সব স্টেকহোল্ডারকে রাখতে হবে পক্ষপাতহীন: গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষার একটি গুরুত্বপূর্ণ ধাপে আমরা উপনীত হচ্ছি। তবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করা। এই লক্ষ্য অর্জনে নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল এবং জনগণসহ সব স্টেকহোল্ডারকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে খুলনার ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়নের মাদারতলায় সড়ক দুর্ঘটনায় নিহত সজিব রায়ের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং আহত শিমুল, তনয় ও সাগর মন্ডলকে আর্থিক সহায়তা দিতে এসে গোলাম পরওয়ার এ কথা বলেন।

তিনি বলেন, একটি দল যারা নিজেদের বড় মনে করে, তারা ভোটের আগেই ভাবছে ক্ষমতায় রয়েছে। নির্বাচনী এলাকায় গিয়ে বিভিন্ন আশঙ্কার কথা শুনছি। তারা এবার ভোট কেন্দ্রে বাধা দিতে পারে, ভোট দিতে বাঁধা দেবে বা ব্যালেটে সিল মেরে দিতে পারে।

বিজ্ঞাপন

গোলাম পরওয়ার বলেন, আগস্টের ২৪ তারিখে আমরা সেই বাংলাদেশকে বিদায় জানিয়েছি। সেই সময় সাধারণ জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন আমরা জনগণকে সচেতন করছি এবং প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ভোটগ্রহণে যুক্ত সবাইকে রাখতে হবে পক্ষপাতহীন।

এর আগে সকালে ফুলতলা উপজেলার শিরোমণির ডাকাতিয়া পশ্চিমপাড়ায় অনুষ্ঠিত ভোটার সমাবেশে তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী দেশের সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের কাছে সবচেয়ে আস্থার দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ। তবে কেউ কেউ এই ঐক্য মেনে নিতে পারছে না। হিন্দু সম্প্রদায়ের ওপর হুমকি-ধমকিও করা হচ্ছে। এ ধরনের চেষ্টা আগামী নির্বাচনে জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে প্রতিহত করবে।

বিজ্ঞাপন

গোলাম পরওয়ার আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে কিছু দল জনগণকে শুধু ভোটের মাধ্যমে ব্যবহার করত এবং ক্ষমতায় গেলে বাড়িঘর ও পাড়া-মহল্লা দখলসহ বিভিন্ন জুলুম চালাত। কিন্তু জামায়াত কখনো জনগণের ওপর নির্যাতন চালায়নি। বরং সর্বদা জনগণের পাশে দাঁড়িয়েছে। তাই আগামী নির্বাচনে হুমকি-ধমকি উপেক্ষা করে জনগণ বাড়িতে বাড়িতে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে।

অনুষ্ঠানটি চিত্তরঞ্জন গাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও প্রিন্সিপাল গাওসুল আযম হাদী। এছাড়া জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD