Logo

ফ্যাসিবাদ পুনরায় ক্ষমতায় আসার চেষ্টা করলে প্রতিরোধ করা হবে

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১০ ডিসেম্বর, ২০২৫, ১৮:৩০
9Shares
ফ্যাসিবাদ পুনরায় ক্ষমতায় আসার চেষ্টা করলে প্রতিরোধ করা হবে
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশের স্বাধীনতা অর্জনে জীবন ও রক্তের বিনিময়ে আলেম সমাজের অবদান অগ্রণীয়। যদি বিদেশি প্রভাব বা পুনরুজ্জীবিত ফ্যাসিবাদ বাংলার ক্ষমতার মসনদে পুনরায় অবস্থান নিতে চায়, তবে তা বরদাশত করা হবে না।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। অতীতের শাসকরা দেশের স্বার্থে কাজ করেননি; তারা ভিনদেশিদের স্বার্থ আদায় করাই প্রধান লক্ষ্য মনে করেছিলেন। দেশকে উজাড় করে সোনার বাংলাকে শ্মশান বানানো হয়েছিল। ইসলামী জনতাকে বারবার হত্যার মাধ্যমে দমন করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি ২০১৩ সালের শাপলা চত্বরে গুলিবর্ষণ, ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলনের সময় আলেমদের ওপর হামলা এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, ১৬ বছর ধরে আলেম ওলামা ও ইসলামী জনতা নানা জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু চব্বিশের বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে।

মামুনুল হক আরও বলেন, যারা ভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে দেশের মানুষের ওপর আধিপত্য বিস্তার করতে চাচ্ছে, আমরা শপথ করছি—রাজপথে লড়াই করে মোকাবিলা করবো, ইনশাআল্লাহ।

তিনি জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের প্রতীকের পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ারও আহ্বান জানান।

বিজ্ঞাপন

সমাবেশে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ফুলবাড়িয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল লতিফ, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, নায়েবে আমির শাহ মুহাম্মদ সাঈদ নূর, মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, মনোনীত প্রার্থী মুফতি আব্দুল কাদের এবং জামায়াত মনোনীত অধ্যক্ষ কামরুল হাসান মিলন প্রমুখ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD