প্রতিশ্রুতি রাখেনি এনসিপি, খালেদা জিয়ার আসনে দিয়েছে প্রার্থী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিজ আসনে প্রার্থী না দেওয়ার যে প্রতিশ্রুতি গত নভেম্বরেই প্রকাশ্যে জানিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), নির্বাচনী মাঠে এসে সেই কথায় অটল থাকল না দলটি।
বিজ্ঞাপন
বুধবার (১০ ডিসেম্বর) ঘোষিত ১২৫ আসনের তালিকায় দেখা গেছে—দিনাজপুর-৩ আসনে এনসিপির প্রতীক শাপলা কলি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আ হ ম শামসুল মুকতাদির। তিনি দলটির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক।
গত ৩ নভেম্বর বিএনপি প্রথম দফায় ২৩৮টি আসনে প্রার্থী ঘোষণা করে। এর পরদিনই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে প্রার্থী দেবে না দলটি। এ ঘোষণায় দলটির প্রশংসা করেছিলেন অনেক নেটিজেন। তবে বুধবার প্রকাশিত তালিকা সেই প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করেছে।
বিজ্ঞাপন
দিনাজপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে রয়েছেন খালেদা জিয়া। বিএনপির তালিকা অনুযায়ী তিনি ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসনে ভোটে লড়বেন। একই আসনে জামায়াতও প্রার্থী দিয়েছে—অ্যাডভোকেট মইনুল আলম।
আরও পড়ুন: ৭৫ বছরে পা রাখলেন জয়নুল আবদিন ফারুক
এনসিপির সিদ্ধান্তে দিনাজপুর-৩ আসনে হঠাৎ করেই প্রতিযোগিতা আরও ত্রিমুখী রূপ নিয়েছে, যা আসনটিকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে।








