Logo

খালেদা জিয়া দলমত নির্বিশেষে সবার অভিভাবক: মির্জা আব্বাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর, ২০২৫, ১৬:২৬
7Shares
খালেদা জিয়া দলমত নির্বিশেষে সবার অভিভাবক: মির্জা আব্বাস
মির্জা আব্বাস । ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলমত, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সবার অভিভাবক। খালেদা জিয়া প্রমাণ করেছেন, দেশের প্রতিটি মানুষের প্রতি তার স্নেহ ও দৃষ্টি সমানভাবে বিস্তৃত।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত যুবদলের নেতাকর্মীদের নিয়ে দেশ গড়ার পরিকল্পনা বিষয়ক কর্মসূচিতে এই মন্তব্য করেন মির্জা আব্বাস।

তিনি বলেন, অতীতেও কোনো নেতাকে নিয়ে এত ব্যাপকভাবে দোয়ার আয়োজন দেখা যায়নি। সর্বত্র মানুষ তার সুস্থতা কামনায় প্রার্থনা করেছেন। সৃষ্টিকর্তার কাছে সবার একটাই চাওয়া, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন।

বিজ্ঞাপন

মির্জা আব্বাস আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়া একজন অত্যন্ত প্রয়োজনীয় নেতা। তিনি শুধু একজন শিক্ষিত ও দায়িত্বশীল অভিভাবক নন, বরং সব দলের কাছেই স্বীকৃত একজন তুলনাহীন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

দলের স্থায়ী কমিটির এই সদস্য জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরে মানুষের হাল ধরবেন এবং নতুন চিন্তা-চেতনা ও নেতৃত্বের মাধ্যমে দেশের মানুষকে আরও এগিয়ে নেবেন।

বিজ্ঞাপন

এসময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সভাপতিত্বে অনুষ্ঠানে দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকেলে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD