Logo

রাজনৈতিক স্বার্থ-মতের কারণে অন্যের অধিকার হরণ করা যায় না

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর, ২০২৫, ১৮:৪৯
16Shares
রাজনৈতিক স্বার্থ-মতের কারণে অন্যের অধিকার হরণ করা যায় না
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানবাধিকার একটি অমূল্য আমানত এবং সামাজিক সুবিচারের রক্ষাকবচ। কখনোই রাজনৈতিক স্বার্থ বা মতের কারণে কারো অধিকার হরণ করা যায় না।

বিজ্ঞাপন

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন, ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। ১৯৪৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে এটি আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে।

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, আজকের দিনে আমাদের স্মরণ করানো প্রয়োজন যে, জাতি, ধর্ম, বর্ণ বা গোষ্ঠী নির্বিশেষে মানবাধিকার সকলের জন্য অটুট। সমাজে বিরোধ বা ভিন্নমত থাকলেও অন্যকে অপমান করা, নারী ও অসামরিকদের অধিকার হরণ করা, গুম, বিচারহীনতা বা রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার করা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং অনৈতিক।

তিনি বিশ্ব পরিস্থিতির দিকে নজর আকর্ষণ করে বলেন, গাজা, কাশ্মির, মিয়ানমারসহ বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। বিশেষ করে গাজায় ইসরায়েলি বাহিনী মুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে গণহত্যা চালাচ্ছে। নারী, শিশু, বৃদ্ধ, শিক্ষক ও ধর্মীয় নেতারা কেউ রেহাই পাচ্ছেন না। ৭০ হাজারের বেশি বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছে। এছাড়া বসতভিটা ধ্বংস ও চিকিৎসা, খাদ্য ও পানির সরবরাহ বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বিশ্ব মানবাধিকার দিবসে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক মানবতাবাদী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, দ্রুত যুদ্ধ বন্ধ করতে এবং ফিলিস্তিনসহ বিশ্বের অন্যান্য স্থানে মানবাধিকার রক্ষার কার্যকর পদক্ষেপ নিতে।

তিনি মনে করিয়ে দেন, মানবাধিকার কখনো রাজনৈতিক স্বার্থ বা মতের কারণে লঙ্ঘন করা যাবে না এবং সমাজের সকল ক্ষেত্রে মানবিক নীতি রক্ষা করতে হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD