Logo

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২: দুই দিনে ১২ জন গ্রেপ্তার

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১৮ ডিসেম্বর, ২০২৫, ১৯:১৪
11Shares
মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২: দুই দিনে ১২ জন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মৌলভীবাজার জেলায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ অভিযানে গত দুই দিনে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার ও বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন পুলিশের মুখপাত্র মোহাম্মদ বিল্লাল হোসেন।

গ্রেফতারকৃরা হলেন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. হরিপদ রায়, মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাজ্জাদুর রহমান, রাজনগর উপজেলার ৮নং মনসুরপুর ইউপি আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুন নূর গুলু, জুড়ী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ প্রকাশ ফয়সাল উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা জমসেদ খা, বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগ সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন, কমলগঞ্জ ইসলামপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি চন্দন কুর্মী, কুলাউড়া ছাত্রলীগ কর্মী ইমন আহমেদ ও তাহসিন হাসান বিজয়, শ্রীমঙ্গল আওয়ামী লীগের কর্মী ইসমাইল হোসেন রাজন ও জুড়ী ফুলতলা ইউনিয়ন যুবলীগ কর্মী অশোক দেববর্মা প্রমুখ।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD