Logo

লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ তিন যুবক আটক

profile picture
জনবাণী ডেস্ক
১০ আগস্ট, ২০২৫, ২৪:৪৪
41Shares
লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ তিন যুবক আটক
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে যৌথবাহিনী।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে যৌথবাহিনী। আটকৃতরা হলেন, আহম্মদ ফারুক রবিন, আহম্মদ আল আরেফিন রিমন ও আহসান আহম্মেদ।

শুক্রবার (৮ আগস্ট) রাতে লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় কয়েকটি দেশীয় অস্ত্র, টাকা ও একটি পিস্তলের ম্যাগাজিনও উদ্ধার করা হয় আটককৃত রবিন ও রিমন পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মনির হোসেন মেম্বারের ছেলে এবং এহসান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাঞ্চানগর এলাকার তোফায়েল আহম্মদের ছেলে।

বিজ্ঞাপন

সেনাবাহিনী জানায়, অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি এলজি পিস্তল, তিনটি রামদা, পাঁচটি চাকু, একটি পিস্তলের ম্যাগাজিন, দুটি গুলি, ৮৩ পিস ইয়াবা, একসেট সেনাবাহিনীর ইউনিফর্ম, নগদ ৩৬ হাজার টাকা, মাদকের ব্যবসার হিসাবের ৪টি খাতা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। যাদের আটক করা হয়েছে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অস্ত্রগুলো দিয়ে তারা মানুষকে ভয়ভীতি দেখাতো।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD