Logo

পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:০৫
14Shares
পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে
ছবি প্রতিনিধি।

পাবনা-১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলার সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছেন সকল শ্রেণীপেশার মানুষ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে সড়ক ও নৌপথ অবরোধ চলছে, যা চলবে সন্ধ্যা পযন্ত।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বেড়া উপজেলা সদরের সান্যালপাড়া সর্বদলীয় সংগ্রাম কমিটির অস্থায়ী কার্যালয়ে আলহাজ ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে পাবনা-১ নির্বাচনি এলাকা পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সংগ্রাম কমিটির সভা হয়।

সভায় উপস্থিত ছিলেন বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক আকছেদ আলী, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সাজেদুল ইসলাম দিপু, বণিক সমিতির প্রতিনিধি নজরুল ইসলাম, রিকশা-ভ্যান সমিতির সধারণ সম্পাদক, মঈন উদ্দিন খাজা, চতুহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহীন মোল্লাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। সভায় রবিবার বেড়া উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল, সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়।

বেড়ার একাংশকে ৬৮-পাবনা-১ থেকে বিচ্ছিন্নের পর তা পুনর্বহালের দাবিতে বেড়াবাসির পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়েছে। এছাড়া আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন সময় ইউনিয়ন, বাজার ও পাড়া মহল্লায় বিক্ষোভ মিছিল করা হচ্ছে। সন্ধ্যা হলেই মশাল মিছিলও করা হচ্ছে। সবশেষ স্থল ও জলপথে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচিতে যাচ্ছেন তারা।

সংশ্লিষ্টরা বলছেন, স্থলে পথে রাজধানীর সাথে যোগাযোগের একটি মাত্র সড়ক ঢাকা-পাবনা মহাসড়ক। এটি বন্ধ হলে ঢাকার সাথে পাবনার সড়কপথের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এতে ভোগান্তিতে পড়বেন মানুষ। এছাড়া বেড়ার নগরবাড়ি বন্দর ও বৃশালিখা ঘাটে পুরো উত্তরবঙ্গের জন্য প্রতিদিন কোটি কোটি টাকার সার, কয়লা ও সিমেন্ট সহ বিভিন্ন মালামাল লোড আনলোড হয়। এ বন্দরগুলো অবরোধের আওতায় থাকায় পণ্য আনা নেওয়া ও খালাসেও জটিলতা তৈরি হবে।

তবে কাজিরহাট ঘাট সুজানগর আমিনপুরের অধীনে থাকায় এ অবরোধ কর্মসূচির আওতার বাইরে থাকবে। তাই উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

সকাল থেকে কোন প্রকার বাস বা অন্য কোন যানবাহন চলছে না। বেড়া নগরবাড়ি ও কাজিরহাট নদীবন্দর বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD