Logo

কুড়িগ্রামে দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা

profile picture
জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:৩৪
7Shares
কুড়িগ্রামে দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা
ছবি প্রতিনিধি।

আর মাত্র ক’দিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।

প্রতিমা কারিগরদের সঙ্গে কথা বলে জানা গেছে,এ বছর প্রতিমার চাহিদা গত বছরের তুলনায় কিছুটা বেশি। তবে সময় স্বল্পতার কারণে চাহিদা অনুযায়ী যোগান দিতে হিমশিম খাচ্ছেন তারা।

কারিগররা জানিয়েছেন,প্রতিমার কাঠামোর উচ্চতা ও নকশার ওপর নির্ভর করে এ বছর সর্বনিম্ন ২০ থেকে ২৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ২৮ থেকে ৩০ হাজার টাকায় প্রতিমার অর্ডার নিয়েছেন। চাহিদা বেশি থাকায় এ বছর প্রতিমার দাম কিছুটা বেড়েছে বলেও জানান তারা।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার,সদর উপজেলার কাঁঠালবাড়ী, দাশেরহাট,ঘোগাদহসহ বিভিন্ন এলাকায় প্রতিমা তৈরির কাজ পুরোদমে চলছে। সহগামী প্রতিমাগুলোর (লক্ষ্মী,সরস্বতী,কার্তিক,ময়ূর, পেঁচা) কাজ প্রায় শেষ হলেও মূল প্রতিমা দেবী দুর্গার কাজ এখনো চলছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা শেষ করতে পরিবার-পরিজনকে নিয়েই রাত জেগে কাজ করছেন কারিগররা।

এদিকে,কুড়িগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্যামল ভৌমিক জানিয়েছেন,এবার জেলার প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। আশা করছি, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ উৎসব কুড়িগ্রামে এক অনন্য রূপে উদযাপিত হবে।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর কুড়িগ্রামের ৫০০টির বেশি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে মহাষষ্ঠীর মাধ্যমে পূজা শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে।এছাড়াও,প্রতিটি মণ্ডপে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভক্তদের জন্য প্রসাদ বিতরণের আয়োজন থাকবে।

পূজাকে কেন্দ্র করে গ্রাম-গঞ্জ থেকে শুরু করে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে। ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সবাই আনন্দঘন এই মুহূর্তকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD