Logo

উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে হঠাৎ শেখ মুজিব ও হাসিনার ছবি, অতঃপর...

profile picture
নিজস্ব প্রতিবেদক
রংপুর
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৫৮
20Shares
উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে হঠাৎ শেখ মুজিব ও হাসিনার ছবি, অতঃপর...
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার রংপুর বিভাগে দুই দিনের সফরে গিয়ে এক কর্মশালায় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে আয়োজিত প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

এ সময় অনুষ্ঠানের এলইডি স্ক্রিনে হঠাৎ ভেসে ওঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।

ঘটনার পর সাংবাদিকরা প্রশ্ন করলে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের কো-অর্ডিনেটর দ্রুত স্থান ত্যাগ করেন। কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবেরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঘটনার প্রতিক্রিয়ায় উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “এত মানুষের রক্তের বিনিময়ের পরও যদি এসব ছবি প্রদর্শিত হয়, তা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি, ফ্যাসিবাদ শেষ হয়ে যায়নি; এর নানা রূপ রয়েছে এবং মাঝে মাঝে তা প্রকাশ পায়। এ ধরনের ঘটনার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।”

একই অনুষ্ঠানে তিনি প্রাণি থেকে জেনেটিক রোগের ঝুঁকির বিষয়েও সতর্ক করে বলেন, নিরাপদ মাংস, দুধ ও ডিম উৎপাদনে সরকার প্রাণিসম্পদ রোগ প্রতিরোধী ভ্যাকসিন তৈরিতে কাজ করছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD