চুয়াডাঙ্গায় ২ ভাইকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগরে প্রকাশ্য দিবালোক কুপিয়ে ও পিটিয়ে দুই ভাইকে হত্যা করেছে দুবৃত্তরা। এ ঘটনায় আরেক ভাই গুরুতর আহত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উথুলী ইউনিয়নের মিথে মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উথলী গ্রামের মাঝেরপাড়ার মৃত.খোদা বক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার (৫৫) ও হামজা (৪৫)।
স্থানীয়রা জানান, দুই ভাই আনোয়ার ও হামজা শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উথলী ব্রিজ মাঠে কাজ করতে যায়। এ সময় ৮/১০ জন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম করে চলে যায়।
বিজ্ঞাপন
স্থানীয়রা তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হামজা ও পরে মিন্টার মৃত্যু হয়।
সুত্রে জানা গেছে, চার মাস আগে গরু কেনাবেচা বিরোধের জেরে এ ঘটনা ঘটে। নিহতরা গরু বিক্রেতা ও হামলাকারীরা গরু ক্রেতা বলে জানা গেছে। তবে হামলাকারিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় উথলী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিজ্ঞাপন
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুজনকে কুপিয়ে ও পিটিয়েছে। হাসপাতালে আসার আগেই একজন মারা গেছেন, আর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, প্রতিবেশিদের সঙ্গে গরু কেনাবেচা নিয়ে পূর্বে থেকে বিরোধ চলে আসছিল তাদের মধ্যে। আজ মাঠের মধ্যে কুপিয়ে ও পিটিয়েছে বলে শুনেছি। মরদেহ হাসপাতালে আছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।