Logo

ব্রাহ্মণবাড়িয়ায় মোদী বিরোধী আন্দোলনে হত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
২০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:০৪
2Shares
ব্রাহ্মণবাড়িয়ায় মোদী বিরোধী আন্দোলনে হত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেফতার
ছবি: প্রতিনিধি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলনে হত্যা মামলায় সেলিম খান (৫৫) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে জেলা শহরের পুনিয়াউট তার নিজ বাড়ি থেকে সদর মডেল থানার পুলিশ গ্রেফতার করে। তিনি ওই এলাকার মৃত মুলফত খানের ছেলে। তিনি আওয়ামী যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

জানা গেছে, ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সারা দেশে আন্দোলন হয়। ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্পনগরী এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গুলিতে নিহত হন বুধল উত্তরপাড়ার কাউসার আহম্মেদ নামের এক ব্যক্তি। এই ঘটনায় ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তার চাচা আকরাম হোসেন সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তার স্ত্রী মাউশির সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনসহ ১৯৫ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। সেই মামলায় সেলিম খান এজহারভুক্ত আসামি।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, মামলায় এজহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD