ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে এক চোরের মৃত্যু, ৩ গরু উদ্ধার

গাজীপুরের কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের সালদৈ গ্রাম থেকে চুরি হওয়া তিনটি গরু উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
একই ঘটনায় গ্রামবাসীর ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে রাসেল মিয়া (৩২) নামের এক চোরের মৃত্যু হয়েছে। নিহত রাসেল নরসিংদীর মনোহরদী উপজেলার চিনিশপুর এলাকার ফিরোজ মিয়ার ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানায়, শনিবার (২০ সেপ্টেম্বর) ভোররাতে সনমানিয়া–হাতিরদিয়া ব্রিজের কাছে সোনালী ক্লাবের সামনে সন্দেহজনকভাবে একটি পিকআপ ভ্যান দেখা যায়। ধাওয়া দিলে চোরের দল গরু ভর্তি ভ্যান রেখে পালিয়ে যায়। এ সময় রাসেল মিয়া নদীতে ঝাঁপ দিলে স্রোতে ভেসে গিয়ে মারা যান।
বিজ্ঞাপন
উদ্ধারকৃত গরুর মধ্যে রয়েছে- একটি দেড় লাখ টাকা মূল্যের ষাঁড় ও দুটি বাছুর। গরুর মালিক আব্দুল কাদের (৬০) জানান, মধ্যরাতে ঘুম থেকে উঠে গোয়ালঘরের তালা কাটা অবস্থায় গরু উধাও দেখতে পান। পরে খবর পান, স্থানীয়দের সহায়তায় পুলিশ গরুগুলো উদ্ধার করেছে।
কাপাসিয়া থানার এএসআই তরিকুল ইসলাম বলেন, “পিকআপ ভ্যানটি থানায় আনা হয়েছে এবং তিনটি গরু মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। চুরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামবাসীর ধাওয়ায় চোরদের ভ্যান আটকে গেলে আতঙ্কে তারা পালিয়ে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।