বাগেরহাটে ৪ শিক্ষার্থী পেল কাব স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড

বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ স্কাউটসের কাব স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করেছে চারজন কৃতি শিক্ষার্থী। এরা চারজনই মোল্লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট গ্রুপের কাব শিশু।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ স্কাউটসের পরিচালক (প্রোগ্রাম) মোসা: মাহফুজা পারভীনের স্বাক্ষরিত জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্তদের তালিকা থেকে তথ্যটি নিশ্চিত হওয়া গেছে।
মোল্লাহাট উপজেলার চারজন বিজয়ী হল- অজয় কুমার বিশ্বাসের মেয়ে অর্জয়িতা বিশ্বাস, বনস্পতি সরকারের ছেলে শরন সরকার জিকো, শেখ সফিউল্লাহর মেয়ে সিনহা তাসনিম ছোয়া ও গৌতম ঢালীর ছেলে ঈশান কুমার ঢালী।
বিজ্ঞাপন
উপজেলায় প্রথমবারের মতো শাপলা কাব অ্যাওয়ার্ড পাওয়ায় সরকারি/বেসরকারি ও ব্যক্তিগত পর্যায় থেকে অ্যাওয়ার্ড প্রাপ্তদের অভিনন্দন জানানো হয়েছে।
উল্লেখ্য, এ বছরের ৮ মার্চ জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় লিখিত, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়নে বিজয়ীদের জাতীয় স্কাউটের কাব পর্যায়ের সর্বোচ্চ এ সম্মান প্রদান করা হয়।