ভুয়া প্রচারণার আড়ালে বিএনপির কৌশল, আলোচনায় আছেন যারা

বিএনপি স্পষ্ট জানিয়েছে, দেশের কোথাও এখনো কোনো আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়নি। তবু সিলেট-২ আসনকে ঘিরে ভুয়া প্রচারণা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
বিএনপির একাধিক নেতার মতে, এসব ভুয়া প্রচারণা মোটেও স্বতঃস্ফূর্ত নয়। এর পেছনে রয়েছে সুপরিকল্পিত কৌশল। মূলত নেতাকর্মীদের বিভ্রান্ত করা এবং মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সন্দেহ-অবিশ্বাস তৈরি করাই এ প্রচারণার উদ্দেশ্য।
একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “কে, কেনো এই ভুয়া প্রচারণা করছে, তা আমরা খতিয়ে দেখছি। প্রমাণ পেলে অবশ্যই দলীয় ব্যবস্থা নেয়া হবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক মাধ্যম এখন নিছক যোগাযোগের মাধ্যম নয়, এটি রাজনৈতিক অস্ত্র। তাই সিলেট-২ আসনের মতো কৌশলগত এলাকায় ভুয়া প্রচারণার পেছনে বড় ধরনের পরিকল্পনা রয়েছে বলেই মনে করছেন তারা।
বিজ্ঞাপন
আলোচনার কেন্দ্রে হুমায়ুন কবির
সব গুঞ্জনের ভিড়ে যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় আসছে, তিনি বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
দলীয় সূত্র বলছে, সিলেট-২ আসনে মনোনয়নের দৌড়ে তিনিই এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছেন। কারণও স্পষ্ট- তিনি শুধু মনোনয়ন প্রত্যাশী নন, বরং দলের নীতি নির্ধারণী পর্যায়ের একজন প্রভাবশালী কণ্ঠ।
বিজ্ঞাপন
দীর্ঘদিন প্রবাসী অঙ্গনে বিএনপিকে সক্রিয় রাখার পাশাপাশি আন্তর্জাতিক মহলেও দলের হয়ে কাজ করেছেন হুমায়ুন কবির। বর্তমানে ঢাকায় অবস্থান করে তিনি নির্বাচনী প্রস্তুতিমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। দলের ভেতরে তার গ্রহণযোগ্যতা ও নেতৃত্বের আস্থা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
কেন এত গুরুত্ব পাচ্ছেন তিনি?
সিলেট-২ আসন বিএনপির জন্য কেবল একটি স্থানীয় আসন নয়; এটি কৌশলগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেট অঞ্চলের রাজনৈতিক সমীকরণ বরাবরই জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলে এসেছে।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, এ আসনে যদি বিএনপি পরিচ্ছন্ন ভাবমূর্তির, সাংগঠনিকভাবে দক্ষ এবং কেন্দ্রীয় নেতৃত্বের আস্থাভাজন একজন প্রার্থী দিতে পারে, তবে সেটি হবে দলের জন্য বড় অর্জন। এই কারণেই হুমায়ুন কবিরকে সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।
তারেক রহমানের ঘনিষ্ঠ এই নেতা শুধু সাংগঠনিকভাবেই নয়, বরং বিএনপির আন্তর্জাতিক ইমেজ গড়তেও ভূমিকা রাখছেন। প্রবাসী বাংলাদেশিদের কাছে তার পরিচিতি দলের জন্য বাড়তি শক্তি হিসেবে কাজ করতে পারে।
বিএনপির কৌশল: ঘোষণা এখনো বাকি
বিজ্ঞাপন
এতসব আলোচনার মধ্যেও বিএনপির শীর্ষ নেতৃত্ব স্পষ্ট জানাচ্ছে- “এখনো কোনো আসনে মনোনয়ন চূড়ান্ত হয়নি।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি কৌশলগত কারণে আগে-ভাগে প্রার্থী ঘোষণা করছে না। কারণ আগাম ঘোষণা দিলে দ্বন্দ্ব ও প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই দল চায় শেষ মুহূর্তে প্রার্থী ঘোষণা দিয়ে সবাইকে এক প্ল্যাটফর্মে আনতে।
আলোচনায় আছেন তাহসিনা রুশদীর লুনাও
বিজ্ঞাপন
সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আছেন আরও পরিচিত কিছু নাম। তাদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে যে, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনাকে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। তবে বিএনপি স্পষ্ট জানিয়েছে- দেশের কোথাও এখনো কোনো আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি।
সিলেট-২ আসন নিয়ে গুঞ্জন, ভুয়া প্রচারণা আর আলোচনার ঝড় চলছেই। তবে বিএনপির কৌশল ভিন্ন; তারা এখনো নাম প্রকাশ না করলেও ভেতরে ভেতরে হিসাব-নিকাশ স্পষ্ট। এই সমীকরণে সবচেয়ে আলোচিত নাম হুমায়ুন কবির। যদি তিনি শেষ পর্যন্ত মনোনয়ন পান, তবে বলা যায়- বিএনপি শুধু একজন প্রার্থী নয়, বরং দলের কৌশলগত শক্তিকেই মাঠে নামাতে চাইছে।