Logo

সাদাপাথরে পর্যটকবাহী ছাড়া সবধরণের নৌকা চলাচলে নিষেধাজ্ঞা

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
২০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:৩৭
10Shares
সাদাপাথরে পর্যটকবাহী ছাড়া সবধরণের নৌকা চলাচলে নিষেধাজ্ঞা
ছবি: প্রতিনিধি

সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র সাদাপাথরে পর্যটকবাহী ছাড়া বাকি সবধরণের নৌকা চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মাইকিং করে এই নির্দেশনা জারি করা হয়েছে। বালু ও পাথর লুট ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

নির্দেশনায় বলা হয়েছে, ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে সাদাপাথর পর্যটনকেন্দ্র পর্যন্ত শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। এই এলাকায় অন্য কোনো নৌকা চলাচল করা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিজ্ঞাপন

সূত্র জানায়, ধলাই সেতুর আশপাশে দীর্ঘদিন ধরে বালু লুট হচ্ছিল। এছাড়া সাদাপাথর এলাকা থেকে পাথর লুটও করছিল দুবৃত্তরা। বালু ও পাথর লুট বন্ধে প্রশাসন নতুন এ নির্দেশনা জারি করেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ তার ফেসবুক পেজে এই নির্দেশনার ভিডিও শেয়ার করেছেন।

তিনি জানিয়েছেন, নির্দেশনা ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। যারা এই আদেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD