Logo

খাগড়াছড়িতে পূজা মণ্ডপে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার

profile picture
জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি
২২ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৩৩
37Shares
খাগড়াছড়িতে পূজা মণ্ডপে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার
ছবি: সংগৃহীত

ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে জেলার ২৯টি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সেনানিবাসের মিলনায়তনে অনাড়ম্বর কিন্তু তাৎপর্যপূর্ণ এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি পূজা মণ্ডপের নেতৃবৃন্দের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব কেবল ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐক্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থেকে শান্তি ও সৌহার্দ্য রক্ষায় কাজ করছে। আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের জিটু আই মেজর কাজী মোস্তফা আরেফিন। তিনি পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসব চলাকালীন সার্বক্ষণিক নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরে জেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। তাঁরা সেনাবাহিনীর এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, “এই শুভেচ্ছা কেবল উপহার নয়, এটি আমাদের প্রতি সম্মান, সৌহার্দ্য ও সহমর্মিতার প্রতিফলন।”

উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ জানান, সেনাবাহিনীর এ ধরনের পদক্ষেপ পার্বত্য এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD