ফুলবাড়িয়ার বাক্তায় ফ্যাসিস্ট ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাকতা ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক মাখন এর বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ইউপি সদস্যরা অনাস্থা জানিয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে বাকতা ইউনিয়নের ১১ জন ইউপি সদস্য মিলে অনাস্থা জানিয়ে উপজেলা সদরের হেলাল কমিউনিটি সেন্টারে সাংবাদিক সম্মেলন করেন।
জানা যায়,ফুলবাড়ীয়া উপজেলার ৭নং বক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক মাখন ইউনিয়নের ইতিহাসে সর্বোচ্চ উন্নয়নমূলক কাজের জন্য ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। রাস্তাঘাট নির্মাণ, জনসেবা ও অবকাঠামোগত উন্নয়নে তার দৃষ্টান্তমূলক ভূমিকা স্থানীয়দের মুখে মুখে। শুধু বাক্তা ইউনিয়ন নয়, আশপাশের এলাকাতেও তিনি একজন সৎ,পরিশ্রমী ও জনগণের নেতা হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছেন।
স্থানীয়দের মতে, ফজলুল হক মাখনের নেতৃত্বে বক্তা ইউনিয়ন অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ডের সাক্ষী হয়েছে। জনগণের কাছে জবাবদিহিমূলক নেতৃত্ব ও সেবাধর্মী মনোভাবের জন্য তিনি ইউনিয়নের মানুষের আস্থার প্রতীক।
বিজ্ঞাপন
আরও জানা যায় যে,ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান ফজলুল হক মাখন কে অনাস্থা জানালেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোস্তফা মেম্বার গংরা।ফুলবাড়ীয়া উপজেলা সদরেএই গোলাম মোস্তফার নেতৃত্বে ৪ আগস্ট নিরীহ ছাত্রজনতার উপর হামলা চালায়।
অনাস্থার বিষয়ে ইউপি চেয়ারম্যান ফজলুল হক মাখন বলেন, যে মেম্বাররা অনাস্থা জানিয়েছে তাদের অধিকাংশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আওয়ামী লীগের আমলেও তারা আমাকে হয়রানি করেছেন। তারা ষড়যন্ত্রমূলকভাবে এ কাজগুলো করেন।