আদালতের নির্দেশে পতাকা বৈঠকে ভারতে ফিরলেন নূপুর সরকার

নওগাঁর সাপাহার উপজেলার বামনপাড়া বিওপি সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক মিসেস নূপুর সরকারকে তার দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
গত মে মাসে ভারতের মালদা জেলার বামনগোলা থানার কাশিবপুর গ্রামের বাসিন্দা নূপুর সরকার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরবর্তীতে আদালতের নির্দেশে তাকে রাজশাহীর সেফহোমে রাখা হয়।
পরে আদালতের রায় অনুযায়ী সকল আইনি প্রক্রিয়া সম্পন্নের পর সোমবার(২২ সেপ্টেম্বর ) দুপুর আড়াই টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে নূপুর সরকারকে ভারতে হস্তান্তর করা হয়।
এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সেলিম আহম্মেদ, বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আবু জাফর ও সাপাহার থানা পুলিশ।
বিজ্ঞাপন
অপরদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফ কর্মকর্তা প্রবীণ যাদবসহ ভারতীয় পুলিশ সদস্যরা।