Logo

মৌলভীবাজারে পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপ মহাপরিচালক

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১ অক্টোবর, ২০২৫, ১৩:২৪
48Shares
মৌলভীবাজারে পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপ মহাপরিচালক
ছবি: প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের উপ মহাপরিচালক মো: জিয়াউল হাসান, বি ভি এম এস,পি এ এম এস।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে পরিদর্শনকালে পূজামন্ডপ কমিটির সভাপতি, সম্পাদক ও অন্যান্য সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উক্ত পূজা কমিটির সকলকে বাহিনীর মহাপরিচালকের পক্ষে ফুলেল শুভেচছা ও মিষ্টান্ন উপহার দিয়ে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

মৌলভীবাজার জেলার সদর উপজেলার শ্রী শ্রী আবাহন পূজামন্ডপ ফরেস্ট অফিস রোড, শ্রী শ্রী ত্রিনয়নী শিববাড়ী পূজামন্ডপ, ফরেস্ট রোড, সৈয়দপুর, ও শ্রী শ্রী মহেশ্বরী পূজামন্ডপ, কাশিনাথ স্কুল মাঠ এবং কুলাউড়া উপজেলার শ্রী শ্রী কেন্দ্রীয় কালিবাড়ী দক্ষিণবাজার, বাংলাদেশ হিন্দু সমাজ সংস্কার সমিতি ও শ্রী শ্রী কানাইলাল প্রভুর দেবালয় পূজা মন্ডপ পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা কমাড্যান্ট মো: শাহ নেওয়াজ হোসেন, সদর উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: শরীফ উদ্দিন ও উপজেলা প্রশিক্ষক সঞ্জয় কুমার সিংহ এবং কুলাউড়া উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাছিমা বেগম ও উপজেলা প্রশিক্ষক মো: হাবিবুর রহমান সাজ্জাদ। এছাড়া ২টি স্ট্রাইকিং টিমের ব্যাটালিয়ন আনসার সদস্যগণ ও উপস্থিত ছিলেন।

সিলেট রেঞ্জের উপ মহাপরিচালক মো: জিয়াউল হাসান পরিদর্শনকালে তিনি বলেন, উপস্থিত আনসার ও ভিডিপিসদস্যদের দেশ প্রেমে উজ্জীবিত হয়ে অত্যন্ত সর্তকতার সঙ্গে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন। যে সনাতন ধর্মালম্বীদের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা অত্যন্ত ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতি রক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসির নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় সিলেট রেঞ্জেও চারটি জেলায় ২৭০৩টি পূজামন্ডপে ১৭১৭৮ জন (প্রায়) প্রশিক্ষিত আনসার ভিডিপি সদস্য/সদস্যা নতুন উদ্দীপনায় মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি ৩১৫৭৬টি পূজামন্ডপে ৯২টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্সসহ ২ লক্ষাধিক সদস্য সারাদেশে মোতায়েন করা হয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD