মেয়েকে উক্ত্যক্তের প্রতিবাদে মায়ের সামনে যুবককে ছুরিকাঘাতে হত্যা

পাবনা পৌর এলাকায় মেয়েকে উক্ত্যক্ত প্রতিবাদ করতে গিয়ে মায়ের সামনে আকাশ হোসেন (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় নাইম হোসেন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সুভেল হোসেন নামে একজনকে আটক করেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আকাশ হোসেন সদর উপজেলার পলিথিন মোড় এলাকার সোহেল হোসেনের ছেলে। গুরুতর আহত নাইম হোসেন একই এলাকার মৃত লালু মণ্ডলের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের সাধুপাড়া শ্রাবণী নামে একটি মেয়ে স্কয়ারে চাকরি করেন। বিভিন্ন সময় বাড়ি থেকে মেয়েটি বের হলে নাপিত মিল্লাত পথরোধ করে উক্ত্যক্ত করতেন। মেয়েটির সাবেক স্বামী মুক্তার ঘটনাটি শোনার পর আকাশ ও নাইমসহ কয়েকজন মিলে মিল্লাতকে গিয়ে নিষেধ করতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তার জেরে মিল্লাত তার বাবা, ভাই সবাই মিলে আকাশ ও নাইমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত্য ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, একটি মেয়েকে উক্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।








