Logo

ময়মনসিংহে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে গ্রাফিত’র শামীম আটক

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৭ অক্টোবর, ২০২৫, ১৩:৩৯
22Shares
ময়মনসিংহে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে গ্রাফিত’র শামীম আটক
ছবি: প্রতিনিধি

ইসলাম ধর্ম ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ময়মনসিংহ শহরে ডিজাইন প্রতিষ্ঠান গ্রাফিতির মালিক শামীম আশরাফকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৬ অক্টোবর) রাতে নগরীর গোলকিবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শামীম আশরাফ ইসলাম ধর্ম ও জান্নাত নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

ময়মনসিংহের মুসলমান জনতা বলছে, তারা ডিবি পুলিশের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানায়, তবে ধর্মীয় অনুভূতি নিয়ে খেলা করা এবং সেই অপরাধকে আড়াল করার চেষ্টা এ দুটি বিষয়ই সমানভাবে ঘৃণিত। যে ব্যক্তি বেহেশতকে ব্যঙ্গ করে, সে মুসলমানের বন্ধু হতে পারে না। আর যে গণমাধ্যম বা সাংবাদিক সত্য গোপন করে, সে ইসলামের শুভাকাঙ্ক্ষী নয়।

বিজ্ঞাপন

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শামীম আশরাফকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। অংশগ্রহণকারীরা শামীম আশরাফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, শামীম আশরাফ তার ফেসবুক আইডিতে পরে একটি পোস্টে লেখেন, আমার মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন এবং মঙ্গলবার (৭ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য যে, বিগত দিনের ফ্যাসিস্ট সরকারের দোসর ময়মনসিংহ সদরের সাবেক এমপি মহিতুর রহমান শান্তর আস্তা বাজন। গ্রাফিতির মালিক শামীম আশরাফ ইসলাম ধর্ম ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। এ দেশে অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করছিল শামীম।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD