নাইক্ষ্যংছড়িতে ৭ হাজার ঘনফুট অবৈধ বালুসহ ড্রেজার মেশিন জব্দ

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ১নং ওয়ার্ড কাগজিখোলা ও ৫নং ওয়ার্ড হলুদিয়াশিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার অভিযোগে প্রশাসন অভিযান চালিয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (৬ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কাগজিখোলা এলাকায় প্রায় ৭ হাজার ঘনফুট উত্তোলিত বালু এবং হলুদিয়াশিয়া এলাকায় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
বিজ্ঞাপন
ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও প্রশাসন উত্তোলিত বালু স্থানীয়ভাবে ভ্যাটসহ ১ লাখ ২০ হাজার টাকায় নিলামে বিক্রি করে দেয়।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে বালু খেকোরা বাইশারীর কয়েকটি পয়েন্ট থেকে বালু উত্তোলন করলেও তারা এখনো অধরা। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রসাশন জানান।