Logo

বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে ১ সন্তানের জননীর অনশন

profile picture
জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ
৮ অক্টোবর, ২০২৫, ১৮:৪৪
24Shares
বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে ১ সন্তানের জননীর অনশন
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিয়ের দাবিতে অনশন করছেন বিথি আক্তার (৩১) নামে এক সন্তানের জননী। তিনি উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাধীন শেখের (৩২) বাড়িতে রবিবার (৬ অক্টোবর) থেকে অনশন শুরু করেছেন।

বিজ্ঞাপন

বুধবার (৮ অক্টোবর) পর্যন্তও তার এই অনশন চলছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাত বছর আগে বিথির স্বামী মারা গেলে তিনি পিত্রালয়ে বসবাস শুরু করেন। ওই সময় প্রতিবেশী স্বাধীন শেখের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, স্বাধীন বিয়ের আশ্বাসে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন এবং প্রায় ছয় লাখ টাকা নেন।

বিজ্ঞাপন

বিথি আরও জানান, গত ১৬ জুলাই রাতে তার পিত্রালয়ে স্বাধীন আবারও আসেন এবং ঘনিষ্ঠ হওয়ার পর স্থানীয়রা বিষয়টি জেনে ফেললে স্বাধীন সেখান থেকে পালিয়ে যান। পরে স্থানীয়ভাবে সালিশ হলেও কোনো সমাধান না হওয়ায় তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা (নং–১২৬/২৫) দায়ের করেন।

মামলার পরও ন্যায়বিচার না পেয়ে বিথি বর্তমানে স্বাধীন শেখের বাড়ির সামনে বিয়ের দাবিতে টানা অনশন চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে স্বাধীন শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD