Logo

শিশুদের নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন কিশোরগঞ্জের মাহবুব

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
১১ অক্টোবর, ২০২৫, ১৭:২৩
37Shares
শিশুদের নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন কিশোরগঞ্জের মাহবুব
ছবি: প্রতিনিধি

শিশুদের নোবেল হিসেবে পরিচিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫–এর জন্য মনোনয়ন পেয়েছেন কিশোরগঞ্জের তরুণ শিশু সংগঠক মাহবুব হোসেন। মাত্র ১৭ বছর বয়সেই শিশুদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পরিবেশ–বিষয়ক কাজের জন্য তিনি মনোনীত হয়েছেন তিনটি ক্যাটাগরিতে পরিবেশ ও জলবায়ু কার্যক্রম, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা।

বিজ্ঞাপন

নেদারল্যান্ডসভিত্তিক শিশু অধিকার সংগঠন কিডস রাইটস ফাউন্ডেশন প্রতিবছর শিশুদের অধিকার রক্ষায় সাহসী ভূমিকা রাখার জন্য বিশ্বজুড়ে একজন শিশুকে এই পুরস্কার দিয়ে থাকে। এবারের আসরে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ১৭২ জন শিশুকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মাহবুব কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া এলাকার বাসিন্দা। ২০২২ সালে তিনি প্রতিষ্ঠা করেন সামাজিক সংগঠন ‘দি চ্যাঞ্জ বাংলাদেশ’ যার মাধ্যমে তিনি শিশুদের মধ্যে জলবায়ু পরিবর্তন–বিষয়ক সচেতনতা বাড়াতে কাজ করছেন। সংগঠনটি নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি, সচেতনতামূলক সভা এবং দরিদ্র শিশুদের কাছে খাতা, পেন্সিল, গাছের চারা ও অন্যান্য উপকরণ পৌঁছে দেয়।

বিজ্ঞাপন

মাহবুবের আরেকটি উদ্যোগের নাম ‘ব্লাড খুজি’একটি অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম, যার মাধ্যমে অসুস্থ শিশুদের জন্য স্বেচ্ছায় রক্তদাতা খুঁজে পাওয়া যায়। হাওর অঞ্চলের প্রত্যন্ত এলাকায় শিশুরা যাতে সহজে রক্ত পায়, তার জন্য এই উদ্যোগটি বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

তিনি হাওর এলাকার শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছেন এবং নিয়মিত স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়ে কাজ করছেন।

বিজ্ঞাপন

নিজের কাজ সম্পর্কে মাহবুব বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের স্বাস্থ্য, শিক্ষা আর নিরাপত্তা নিশ্চিত করা মানে ভবিষ্যৎকে রক্ষা করা। এই কাজটা একার পক্ষে সম্ভব নয়। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD