Logo

মাগুরায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
মেহেরপুর
১১ অক্টোবর, ২০২৫, ১৭:৩১
11Shares
মাগুরায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

মাগুরা মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামের দোয়া/খালের পানিতে গোসলের সময় একসঙ্গে পানিতে ডুবে একই এলাকার তিন কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে এ মৃত্যুর ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মারা যাওয়া শিশুরা হলো- মহম্মদপুর চাপাতলা গ্রামের আনারুলের মেয়ে তারিন (৮), সাজ্জাদের মেয়ে সিনথিয়া (৯) ও মো: তরীকুলের মেয়ে তানহা (৯) বছর।

পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন জানান, শনিবার দুপুরে গোসলের উদ্দেশ্যে বাড়ি থেকে শিশু তিনটি বেরিয়ে যায়। পরে দুপুর দিকে চাপাতলা খালের পানিতে শিশু তিনটি গোসল করতে নামে। খালে প্রচন্ড গভীর ছিল এবং প্রচুর পানি থাকায় তারা একে একে পানিতে ডুবে যায়।

বিজ্ঞাপন

পানিতে পাট ধোয়ার কাজে ব্যাস্ত থাকা কয়েকজন হঠাৎ জানতে পারে একটি বাচ্চা পানিতে ডুবে গেছে। পরে তারা তাকে খুঁজে পায় এবং আরও জানতে পারে ২টি বাচ্চা কেউ পাওয়া যাচ্ছে না। এর পর লোকজন শিশুদের উদ্ধার করেন। দ্রুত তাদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আরএমও ডা: আসাদুর রহমান তিনটি শিশুকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও শিশুদের প্রতিবেশীরা বলেন, শিশু তিনটিই সাতার জানতো তবে পানিতে প্রচন্ড স্রোত থাকায় এবং গভীরতা বেশি হওয়ায় তারা পানিতে ডুবে যায় এবং মারা যায়। ঘটনাটি নিয়ে মুহুর্তেই এলাকায় ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে বিষয়টি জেনেছি এবং দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD