‘জীবন-জীবিকা রক্ষায় নদ-নদী বাঁচাতে হবে’

মানুষের জীবন-জীবিকা রক্ষায় জন্য সকল নদ-নদীকে বাঁচাতে হবে। পাবনা সদরের মালিগাছা ইউনিয়নের শংকরপুরে মৃতপ্রায় রত্নাই নদী নতুন ভাবে সংস্কার করে প্রাণ ফিরিয়ে দিবে বলে আশ্বস্ত করেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও শ্রমিকদলের প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বিজ্ঞাপন
শনিবার (১১ অক্টোবর) দুপুর ১টায় টেবুনিয়ার মজিদপুরে রত্নাই নদীর পাশে পথসভায় এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বেশকিছু দিন পূর্বে মালিগাছা ইউনিয়নের অনেক মানুষ একসাথে আমার কাছে গিয়ে তাদের এই নদীর সমস্যার কথা বলেন ও এলাকা বাসীর স্বাক্ষরসহ একটি লিখিত আবেদন দেন। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে এই নদীর সংস্কার জন্য অনুমতি নিয়ে এসেছি। নদী খননের জন্য বরাদ্দ পাওয়া গেছে, ডিজাইন করে টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ করবে পাবনা পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের নাম হলো শংকরপুর খালের জলাবদ্ধতা নিষ্কাশনের ব্যবস্থা। এখন সবার সহযোগিতার এই নদীতে কাজ করে জলবদ্ধতার দূরের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটবে।
বিজ্ঞাপন
গ্রামের মানুষ ও কৃষকরা বলেন, এই নদী খননের জন্য আমরা আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক নেতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়নের চেয়ারম্যানসহ সরকারি অফিসের দ্বারে-দ্বারে গিয়ে ঘুরেছি কিন্তু আমাদের কোন লাভ হয় নাই। সর্বশেষ আমরা সবাই শিমুল বিশ্বাসের কাছে গিয়ে সমস্যার সমাধান পায়। নদী খনন হলে সবসময় পানি থাকবে, কৃষকসহ স্থানীয় মানুষ বাঁচবে ও জলবদ্ধতা দূর হবে। দল মত নির্বিশেষে সবাই শিমুল বিশ্বাসের সাথে থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন এলাকাবাসী পক্ষে হাসান ইমাম ও পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসা, সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম লালু, পাবনা প্রেস ক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক আঁখিনুর ইসলাম রেমন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান, শহিদ বুলবুল কলেজ ছাত্রদের সদস্য সচিব শাকিল মাহমুদ নূর ও জাহাঙ্গীরসহ অনেক।