ফুলবাড়ীয়ায় তানভীর আহমেদ রানার গণসংযোগে জনতার ঢল

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বিএনপির তরুণ নেতা তানভীর আহমেদ রানা গণসংযোগ ও পথসভা করেছেন।
বিজ্ঞাপন
রবিাবর (১২ অক্টোবর) বিকেলে ৯নং এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর বাজারে তার উপস্থিতিকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
জানা যায়, সাবেক সংসদ সদস্য মরহুম প্রকৌশলী শামছ উদ্দিন আহমদের ছেলে ও বিএনপির তরুণ নেতা তানভীর আহমেদ রানার আগমনে এলাকায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়। তাকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ভিড় জমায়।
পথসভায় তানভীর আহমেদ রানা বলেন, বিএনপি জনগণের দল, আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনতেই মাঠে নেমেছি। ফুলবাড়ীয়াকে দুর্নীতি মুক্ত ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। মানুষের ভোটাধিকার ও ন্যায্য দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
বিজ্ঞাপন
গণসংযোগে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম, বিএনপি নেতা প্রভাষক আবু আইয়ুব আনসারী, বিএনপি নেতা তারা মিয়া, যুবদল নেতা ইব্রাহিম খলিল খোকন, ছাত্রদল নেতা ইফতি মাহমুদ সিয়াম প্রমুখ।