Logo

দেশজুড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

profile picture
বিশেষ প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৫, ১৭:৪৮
23Shares
দেশজুড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু
জনবাণী ডেস্ক

দেশজুড়ে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এই টিকা প্রদান করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে বিভিন্ন জেলা-উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

ধামরাই (ঢাকা): আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুর আল মোর্শেদ।

তিনি বলেন, ‘স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সক্রিয়ভাবে কাজ করছে। আমরা চাই যেন একটি শিশুও এই ভ্যাকসিনেশন থেকে বাদ না পড়ে।’

চাঁপাইনবাবগঞ্জ: জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক গোলাম মোস্তফা, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈয়দ মো. সুমন, আবাসিক চিকিৎসক আব্দুস সামাদ এবং মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া এবং WHO-এর ডা. ফারহানা হক প্রমুখ।

কানাইঘাট (সিলেট): কানাইঘাট পৌরসভার ডালাইচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবল চন্দ্র বর্মন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. নাজমুল হাসান বিন খায়ের, কানাইঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. জহির উদ্দিন, ইপিআই টেকনিশিয়ান শরীফুল ইসলাম এবং ডালাইচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক এবং সহকারী শিক্ষক বুলবুল আহমদ।

বিজ্ঞাপন

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ): হাওর অধ্যুষিত উপজেলায় টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: দিলশাদ জাহান। সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মো. মহিবুল্লাহ।

দীঘিনালা (খাগড়াছড়ি): দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের টাইফয়েড টিকা প্রদান করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ডা. তনয় তালুকদার।

শ্রীপুর (মাগুরা): সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শ্রীপুর সেন্ট্রাল কেজি স্কুলের ছাত্র তনুষ ব্যানার্জী তুর্যকে টিকা দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। একইসঙ্গে ৪র্থ শ্রেণির ছাত্রী উম্মে হাফসা ও উম্মে হাবিবাকে টিকা প্রদানের মাধ্যমে মাসব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।

বিজ্ঞাপন

মোল্লাহাট (বাগেরহাট): উপজেলার সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তেন মং।

নকলা (শেরপুর): নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। স্বাস্থ্য সহকারী জাহিদা আক্তার ৭ম শ্রেণির শিক্ষার্থী মোশফিরাত তাসনিম নুঝাতকে টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রম শুরু করেন।

শেরপুর (বগুড়া): উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, ডেন্টাল সার্জন ডা. ফাহমিদ হুদা তন্ময়, টিকাদান কর্মসূচির দপ্তর প্রধান নজরুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী শিশুদের টিকাদান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আত্রাই (নওগাঁ): আত্রাই পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে জাতীয় টাইফয়েড ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুশফিকুর রহমান রাজীব। তিনি বলেন, ‘এই টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দেওয়া সম্ভব।’

বিজ্ঞাপন

বুড়িচং (কুমিল্লা): বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ের প্রায় ১ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।

রাজারহাট (কুড়িগ্রাম): রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: গোলাম রসুল রাখি।

বিজ্ঞাপন

তিতাস( কুমিল্লা): কুমিল্লার তিতাসে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উপজেলার গাজীপুর খাঁন সরকারি মডেল বহুমুখী হাইস্কুল এন্ড কলেজে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. সরফরাজ হোসেন খান,মেডিকেল অফিসার ডা: মোস্তফা জামান আশিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া এবং গাজীপুর খান সরকারি মডেল বহুমুখী হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো.আতাউর রহমান রবিন প্রমুখ।

হোসেনপুর (কিশোরগঞ্জ): হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫৮ হাজার ৭০৬ জন শিশু কিশোরকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা।

বিজ্ঞাপন

শিবচর (মাদারীপুর): উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাতেমা মাহাজেবীন।

উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মো: ইব্রাহীম হোসেন, এমওডিসি ডা. তরিকুল ইসলাম ও মেডিকেল টেকনোলজিস্ট মো: সাইদুর রহমান।

দাকোপ (খুলনা): খুলনা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধনে জিলা স্কুলের অডিটোরিয়ামে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার। তিনি বলেন, “টাইফয়েড টিকা হালাল, নিরাপদ ও কার্যকরী। আগামী প্রজন্মকে সুস্থ রাখতে টিকার বিকল্প নেই।”

বিজ্ঞাপন

পাইকগাছা (খুলনা): উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে মাসব্যাপী টিকাদান কর্মসূচি উদ্বোধন হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইফতেখারুল ইসলাম শামীম।

বোদা (পঞ্চগড়): উপজেলায় ৮২ হাজার ২৩৫ জনকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা লুৎফুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম প্রমুখ। 

বিজ্ঞাপন

নানিয়ারচর (রাঙামাটি): উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেসা।

পোরশা (নওগাঁ): নিতপুর ইউনিয়নের কুসুম কলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীদের ১ ডোজ টিকা প্রদান করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো: নাজির আহমেদ।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): উপজেলায় ৮৫ হাজার শিশুকে একযোগে টিকা প্রদান শুরু হয়। পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বিল্লাল হোসেন।

উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো: নূর-এ-আলম খান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজিবুল হক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আফছর উদ্দিন আহম্মদ।

জেবি/এসএ/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD