পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নেত্রকোণায় জামায়াতের স্মারকলিপি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে নেত্রকোনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
রবিবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিসের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন নেত্রকোণা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
আরও পড়ুন: দেশজুড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসাইন সাইফুল, জেলা বায়তুলমাল সেক্রেটারী নিজাম উদ্দিন, নেত্রকোণা-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক খাইরুল কবির নিয়োগী, নেত্রকোনা -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল হাসেম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল্লাহ ভূইয়া, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি জহিরুল ইসলাম, জেলা প্রশিক্ষণ সেক্রেটারি বদরুল আমিন, জেলা অফিস সেক্রেটারি এস এম আল আমিন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি রাসেল আহমেদ, নেত্রকোণা পৌর জামায়াতের আমীর মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওয়ালী উল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বান্দরবানে হরতাল প্রত্যাহার
এ সময় কয়েক শতাধিক নেতাকর্মী কুরপাড়স্থ জেলা জামায়াতের কার্যালয় হতে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানানয়।
বিজ্ঞাপন