Logo

শার্শায় সাংবাদিক ঐক্য পরিষদ’র পক্ষ থেকে গাছের চারা বিতরণ

profile picture
উপজেলা প্রতিনিধি
যশোর
১২ অক্টোবর, ২০২৫, ২০:২৭
3Shares
শার্শায় সাংবাদিক ঐক্য পরিষদ’র পক্ষ থেকে গাছের চারা বিতরণ
ছবি প্রতিনিধি।

যশোরের শার্শা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্য নিয়ে অনন্য উদ্যোগ নিয়েছে স্থানীয় সাংবাদিকদের সংগঠন শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ।

বিজ্ঞাপন

রবিবার (১২ অক্টোবর) দিনব্যাপী বেনাপোল পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে।

বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি আজিজুল হক এবং সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী।

গাছের চারা বিতরণ করা হয় বেনাপোল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মা ফাতেমা (রা.) মহিলা মাদ্রাসা, বেনাপোল দারুল উলুম কওমি মাদ্রাসা, বেনাপোল জামিয়া ইসলামিয়া লতিফা ইয়াসিন কওমি মাদ্রাসা ও এতিমখানায়।

বিজ্ঞাপন

কর্মসূচিতে সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সাংবাদিক প্রতিনিধি।

সভায় বক্তারা বলেন, “সাংবাদিকরা শুধু সমাজের অসঙ্গতি তুলে ধরেন না, তারা সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতেও অঙ্গীকারবদ্ধ। পরিবেশ রক্ষায় এ উদ্যোগ তারই প্রতিফলন।”

স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা সাংবাদিকদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন

“শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” জানিয়েছে, পরিবেশবান্ধব সমাজ গঠনে তারা আগামীতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD