Logo

ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়ক মেরামত শুরু

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৪ অক্টোবর, ২০২৫, ১৬:৫২
9Shares
ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়ক মেরামত শুরু
ছবি: প্রতিনিধি

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সার্বিক সহযোগিতায় ফুলবাড়ীয়া থেকে ময়মনসিংহ সড়কের মেরামত কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে সড়কের বিভিন্ন স্থানে বিটুমিন দিয়ে সংস্কার কাজ চলতে দেখা গেছে।

বিজ্ঞাপন

জানা যায়, আগামী সপ্তাহে ফুলবাড়ীয়া পল্লীবিদ্যুৎ অফিসের সামনের অংশে আরসিসি (RCC) নির্মাণ কাজও শুরু হবে। এতে সড়কটি আরও টেকসই ও নিরাপদ হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও যাত্রী সাধারণ। দীর্ঘদিন পরে সড়ক সংস্কার শুরু হওয়ায় এলাকাবাসী খুবই আনন্দিত।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। অবশেষে সওজ বিভাগের উদ্যোগে বিটুমিন দ্বারা মেরামত কাজ শুরু হওয়ায় যাত্রী সাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বিজ্ঞাপন

উপজেলা সুশীল সমাজ বলেন, ফুলবাড়ীয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত এই সড়কটি জেলার অন্যতম ব্যস্ত সড়ক। প্রতিদিন হাজারও মানুষ কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক কাজে এ সড়ক ব্যবহার করে। শুধু অস্থায়ী মেরামত নয়, পুরো সড়কটি দীর্ঘস্থায়ীভাবে পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

তিনি আরও বলেন, উপজেলাবাসীর প্রত্যাশা সংস্কার কাজটি যেন টেকসইভাবে সম্পন্ন হয় এবং ভবিষ্যতে নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হয়। উপজেলাবাসীর পক্ষ থেকে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, ফুলবাড়ীয়া থেকে ময়মনসিংহ সড়কটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক যোগাযোগ পথ। জনগণের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এ সড়কের সংস্কার কাজ শুরু করেছি। মানসম্মত বিটুমিন ব্যবহার করে দ্রুততম সময়ে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে আমাদের। পাশাপাশি যেখানে প্রয়োজন, সেখানে আরসিসি (RCC) নির্মাণের মাধ্যমে সড়কটিকে আরও টেকসই ও নিরাপদ করা হবে। জনগণের সহযোগিতা ও ধৈর্যের জন্য আমরা কৃতজ্ঞ এবং আশা করছি কাজ শেষ হলে সবাই এর সুফল পাবেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD