পিআরসহ ৫ দফা দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর মানববন্ধন

পিআরসহ ৫ দফা দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী।
বিজ্ঞাপন
বুধবার(১৫ অক্টোবর) সকাল ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমিন বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর আমরা নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছি। এখন জাতীয় নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমরা পাঁচ দফা দাবি উত্থাপন করেছি, যা জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে।
তিনি বলেন, যারা ফ্যাসিবাদ মুক্ত দেশ উপহার দিতে গিয়ে জীবন, রক্ত ও অঙ্গ হারিয়েছেন— তাঁদের ত্যাগ ভুলে যাওয়া জাতির জন্য লজ্জাজনক হবে। জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই।
বিজ্ঞাপন
জেলা আমির আরও বলেন, নির্বাচনে কেউ যেন পেশিশক্তি বা কালো টাকা ব্যবহার করতে না পারে, দিনের ভোট যেন রাতে না হয়— এজন্য সংসদের উভয় কক্ষে অনুপাতভিত্তিক (PR) ভোট পদ্ধতি চালু করতে হবে। এতে করে ফ্যাসিবাদ পুনরায় মাথা তুলে দাঁড়াতে পারবে না।
মানববন্ধনে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেলসহ জেলা, উপজেলা ও পৌর শাখার কর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা পাঁচ দফা দাবির পক্ষে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
বিজ্ঞাপন