Logo

ফুলবাড়ীতে বটতলা তরুণ সংঘের ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

profile picture
উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৫ অক্টোবর, ২০২৫, ১৪:৪৭
7Shares
ফুলবাড়ীতে বটতলা তরুণ সংঘের ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
ছবি: প্রতিনিধি

মাদকের হাত থেকে তরুন প্রজন্মকে রক্ষার জন্য কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দাশিয়ারছড়া (কামালপুর) এর বটতলা তরুণ সংঘের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে কামালপুর বটতলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপি-এর সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: লোকমান হোসেন সরকার, সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি, ফুলবাড়ী উপজেলা বিএনপি; আরাবুর রহমান, সদ্য সাবেক যুগ্ন সম্পাদক, ফুলবাড়ী উপজেলা বিএনপি; শামসুজ্জামান হাসু, সাবেক ছাত্রদল ও যুবদল সভাপতি, ফুলবাড়ী উপজেলা শাখা, আব্দুল খালেক, আহব্বায়ক, উপজেলা যুবদল, ফুলবাড়ী, কুড়িগ্রাম, ছাত্র দলের আহব্বায়ক রেজাউল ইসলাম রেজা সহ সাবেক ছাত্র নেতা তহিদুল ইসলাম এবং যুবদল নেতা আলতাফ হোসেন ও স্থানীয়রা।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। তাই এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

এছাড়াও বক্তারা বলেন ফুলবাড়ী উপজেলা সীমান্তবর্তী হওয়ায় এখানে মাদকের করালগ্রাস হতে তরুন প্রজন্মকে রক্ষা করতে সব এলাকায় এধরনের খেলাধুলার আয়োজন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফুলবাড়ী উপজেলা শাখা।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD