Logo

ঈশ্বরগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠে সাবেক এমপি শাহীন

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৫ অক্টোবর, ২০২৫, ১৯:০৪
24Shares
ঈশ্বরগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠে সাবেক এমপি শাহীন
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবীর শাহীন।

বিজ্ঞাপন

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঈশ্বরগঞ্জ গরুর হাটে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি ব্যাপক গণসংযোগ চালান এবং ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।

সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীন বলেন, ‘জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, গণতন্ত্র নির্বাসনে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি হচ্ছে এই দেশকে বাঁচানোর রূপরেখা। আমরা এই কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠে নেমেছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘৩১ দফায় রয়েছে জনগণের কথা বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্য, শিক্ষা ও স্বাস্থ্যখাত সংস্কার থেকে শুরু করে বিচার বিভাগের স্বাধীনতা ও দুর্নীতিমুক্ত প্রশাসনের নিশ্চয়তা। বিএনপি শুধু ক্ষমতায় যেতে চায় না, চায় দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে। আমি ঈশ্বরগঞ্জবাসীর পাশে ছিলাম, আছি ও থাকবো। এই অবিচার, অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। পরিবর্তন এখন সময়ের দাবি।’

লিফলেট ও গনসংযোগের সঙ্গে ছিলেন পৌর বিএনপির আহবায়ক মো: সাইদুল হক, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম ঝুলন চকদার, শাহ মোফাজ্জল হোসেন টিপু এবং তরুণদলের উপজেলার সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রমুখ।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD