মেহেরপুরে ট্রাক চাপায় জাবি শিক্ষার্থী নিহত

মোটরসাইকেল যোগে শ্বশুরবাড়ি ফিরছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহানা ওয়াহেদা অমি। পথিমধ্যেই ট্রাকচাপায় মৃত্যু হয় তার। ফেরা হলো না শ্বশুর বাড়িতে। দুর্ঘটনাটি ঘটে মেহেরপুর সদর উপজেলার ফতেপুর উত্তরপাড়া এলাকায়। ট্রাকচাপায় নিহত অমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
বিজ্ঞাপন
বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকে ভাঙচুর চালায়। এ সময় ট্রাক চালক পালিয়ে যায় বলে জানান পুলিশ ও স্থানীয়রা।
নিহত ফারহানা ওয়াহেদা অমি মেহেরপুর শহরের কাসাড়িপাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে। তিনি সকালে বাবার বাড়ি থেকে মোটরসাইকেলে যোগে শ্বশুরবাড়ি রামদাসপুর যাচ্ছিলেন। পথে ফতেপুর উত্তরপাড়া মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে অমি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।
স্থানীয়দের জানান, সড়কটিতে যানবাহনের বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। ওই স্থানে গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও পুলিশ টহল বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।