কৃষি গবেষণায় সহযোগিতা বাড়াতে বারিতে সিএবিআই প্রতিনিধিদল

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছে সেন্টার ফর এগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্স ইন্টারন্যাশনাল (সিএবিআই)-এর একটি প্রতিনিধিদল।
বিজ্ঞাপন
বুধবার (১৫ অক্টোবর) সকালে সিএবিআই বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. মো. সালেহ আহমেদের নেতৃত্বে দলটি বারি সদর দপ্তরে পৌঁছালে বারির বিজ্ঞানী ও কর্মকর্তারা তাদের স্বাগত জানান।
পরবর্তীতে বারি মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইনস্টিটিউটের বর্তমান গবেষণা কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য নিয়ে আলোচনা হয়।
বিজ্ঞাপন
সভায় স্বাগত বক্তব্যে ড. আখন্দ বলেন, “সিএবিআইয়ের সঙ্গে গবেষণা সহযোগিতা কৃষি উদ্ভাবন ও প্রযুক্তি বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচন করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারির পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমানসহ ইনস্টিটিউটের বিভিন্ন কেন্দ্র ও শাখার সিনিয়র বিজ্ঞানীরা।
পরে সিএবিআই প্রতিনিধি দল বারির বিভিন্ন গবেষণাগার ও প্রকল্প এলাকা ঘুরে দেখেন। তারা বারির চলমান গবেষণা কার্যক্রম ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে যৌথ গবেষণা উদ্যোগ আরও জোরদার করার আগ্রহ জানান।