কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ফার্মেসিকে জরিমানা

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অষ্টগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আব্দুল আহাদ। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মো: মেহেদী হাসান (ওষুধ প্রশাসন) কিশোরগঞ্জ।
অভিযানে শ্যামা মেডিকেল হল, কামাল ফার্মেসি ও সাঈদ মেডিকেল হল নামে এই তিন ফার্মেসির কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় তিনটি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইন অমান্য করে ওষুধ বিক্রির অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।