Logo

‎কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ফার্মেসিকে জরিমানা

profile picture
উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
১৫ অক্টোবর, ২০২৫, ১৮:৪১
81Shares
‎কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ফার্মেসিকে জরিমানা
ছবি: সংগৃহীত

‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অষ্টগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আব্দুল আহাদ। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মো: মেহেদী হাসান (ওষুধ প্রশাসন) কিশোরগঞ্জ।

অভিযানে শ্যামা মেডিকেল হল, কামাল ফার্মেসি ও সাঈদ মেডিকেল হল নামে এই তিন ফার্মেসির কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। ‎ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় তিনটি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করে ‎ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

‎অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইন অমান্য করে ওষুধ বিক্রির অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD