Logo

শ্রীনগরে ২০ অক্টোবর শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি উৎসব

profile picture
উপজেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ
১৫ অক্টোবর, ২০২৫, ১৫:৫৩
26Shares
শ্রীনগরে ২০ অক্টোবর শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি উৎসব
প্রতীকী ছবি

মুন্সিঞ্জের শ্রীনগর সদর ইউনিয়নে অবস্থিত হরপাড়া হরি সভায় পালিত হবে শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি উৎসব।

বিজ্ঞাপন

আগামী (২০ অক্টোবর) সোমবার, (২ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ) হরপাড়ার সকল ভক্তবৃন্দের আয়োজনে হরপাড়া হরিসভা প্রাঙ্গনে শ্রী শ্রী শ্যামা পূজা পালিত হবে।

প্রভাতের তৃণপল্লবে নব শিশিরের আলপনা ও নিশীর রূপ মাধুর্য নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমিতে শ্রী শ্রী শ্যামা মায়ের আগমন সমাগত সার্বজনীন শ্রী শ্রী শ্যাম পূজার (দীপান্বিতা) আয়োজন করা হচ্ছে। জার্তি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে এই পূজার আনন্দে ঐশ্বর্য্যমন্ডিত হয়ে উঠুক বাংলার প্রতিটি আঙ্গিনা সকল হৃদয় মন্দিরে জাগ্রত হোক শক্তি, কেটে যাক দুঃখ, গ্লানি ও জড়তা।

বিজ্ঞাপন

আগামী ২ কার্তিক, ১৪৩২ বাংলা (২০ অক্টোবর) সোমবার রাত ১০টা ০১ মিনিট শ্রী শ্রী শ্যামা মায়ের পূজারম্ভ। ৩ কার্তিক, ১৪৩২ বাংলা (২১ অক্টোবর) মঙ্গলবার বিকাল ৪টা ০১ মিনিট প্রসাদ বিতরণ। ৪ কার্তিক, ১৪৩২ বাংলা (২২ অক্টোবর) বুধবার সন্ধ্যা ৭টা ০১ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ১২টা ০১ মিনিটে প্রতিমা বিসর্জন করা হবে।

শ্রী শ্রী শ্যামা কালী পূজা ও দীপালী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিভি দাস জানান, প্রায় শতবর্ষী হরপাড়া হরিসভায় নিয়মিত সব ধরনের পূজাঅর্চনা অনুষ্ঠিত হয়ে থাকে। শ্রী শ্রী শ্যামা কালীপূজা সুন্দর ও আগতদের নিরাপত্তা ও সাবলীল অংশগ্রহণের জন্য সকল ধরনের চেষ্টা থাকবে।

তিনি বলেন, অনুগ্রহপূর্বক উক্ত পূজা অর্চনায় প্রতিমা দর্শন ও প্রসাদ গ্রহণ করে আমাদের কৃতার্থ করবেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD