Logo

শংসতা প্রকাশ, গরুর জিব্বা কেটে বালতিতে রেখে গেল দুর্বৃত্তরা

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৭ অক্টোবর, ২০২৫, ২০:২৭
14Shares
শংসতা প্রকাশ, গরুর জিব্বা কেটে বালতিতে রেখে গেল দুর্বৃত্তরা
ছবি প্রতিনিধি।

ময়মনসিংহের ত্রিশালে গরুর জিব্বা কেটে বালতিতে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বৈলর ইউনিয়নের সম্মুখ বৈলর নামাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় এক সংবাদকর্মী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে গরুর জিহ্বা কাটা অবস্থার ভিডিওটি পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ভিডিওর নিচে বহু মানুষ আবেগময় মন্তব্য করেন।

বিজ্ঞাপন

নীরব পথিক নামে একজন লিখেন,‘নীরব পথিক’ নামের এক ব্যবহারকারী লিখেছেন, “আল্লাহ, আপনি চাইলে এই গরুটাকে আবার সুস্থ করে দিতে পারেন। যেন জীবনে কোনো বাধা না আসে।’

চৌধুরী আনোয়ার মন্তব্য করেছেন, যে দেশে মৃত মানুষকে কবর থেকে তুলে পুড়িয়ে আনন্দ করা হয়, সেখানে এমন নির্মম কাজ আশ্চর্যের কিছু নয়।

‘এমডি রনি’ নামের একজন লেখেন, আল্লাহ, এই বোবা প্রাণীর প্রতি যারা এমন জঘন্য কাজ করেছে, তাদের কঠিন শাস্তি দিও।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়, গরুর জিব্বা কেটে বালতিতে রেখে যাওয়ায় ঘটনায় এলাকার মানুষের মধ্যে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

গরুর মালিক মালিক হরমুজ আলী বলেন, মঙ্গলবার রাতে আমার মেয়ে এসে খবর দেয়-বালতির মধ্যে একটি জিহ্বা পাওয়া গেছে। পরে গোয়ালঘরে গিয়ে দেখি গরুর মুখ থেকে রক্ত বের হচ্ছে। আমার জানা মতে, আমার কোনো শত্রু নেই। গরু তো কোনো অপরাধ করেনি। আল্লাহ যেন এই নিষ্ঠুরতার বিচার করেন। পেটের বাচ্চার কথা চিন্তা করে পশু চিকিৎসকের সহযোগিতায় গাভীটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। আক্রান্ত গরুটি প্রায় পাঁচ মাসের গর্ভবতী। ঘটনার পর থেকে গরুটি তীব্র যন্ত্রণায় ছটফট করছে।

আবুল হোসেন নামে স্থানীয় বৃদ্ধ বলেন, আমার জীবনে এমন ঘটনা কখনো দেখিনি। একটি বোবা প্রাণীর ওপর এমন অত্যাচার ঘৃণ্য ও নিকৃষ্ট কাজ। এটি শুধুমাত্র পশুর প্রতি নির্যাতন নয়, বরং মানবতার ওপর এক চরম আঘাত।

বিজ্ঞাপন

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, খবর পাওয়ার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। গাভিটির জিহ্বা আংশিকভাবে কাটা হয়েছে। আমরা চিকিৎসা সহায়তা দিচ্ছি এবং গর্ভের বাছুরের জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহমেদ বলেন, ফেসবুকে ভিডিও দেখে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, গরুর মালিকপক্ষ থেকে এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD