Logo

তৃতীয় বিয়ের অনুমতি না পাওয়ায় অভীমানে আত্মহত্যা

profile picture
জেলা প্রতিনিধি
মেহেরপুর
১৭ অক্টোবর, ২০২৫, ২১:১৩
46Shares
তৃতীয় বিয়ের অনুমতি না পাওয়ায় অভীমানে আত্মহত্যা
প্রতীকী ছবি।

তৃতীয় বিয়ের জন্য সম্মতি না দেওয়াই অপর দুই স্ত্রী ও পরিবারের উপর অভিমান করে মেহেরপুরের গাংনীতে আলমগীর হোসেন নামের এক মালয়েশিয়া প্রবাসী আত্মহত্যা করেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ অক্টোবর) ভোরে গাংনী উপজেলার বামন্দী নিশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রবাসী আলমগীর একই এলাকার নমাজ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, দুই সন্তানের জনক আলমগীর হোসেন দীর্ঘদিন প্রবাস থেকে কিছুদিন হলো দেশে এসেছেন। বর্তমানে সংসারে তার দুই স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। এমতাবস্থায় সে তৃতীয় বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে। এতে দুই স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা সম্মতি না দেওয়ায় বৃহস্পতিবার রাতে তাদের মনোমালিন্য হয়। পরে গভীর রাতে সে নিজের ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস নেয়। ভোরে পরিবারের লোকজন তাকে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে বামন্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD