ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চান গাজীপুর-২ আসনের প্রার্থী হোসেন আলী

ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে কাজ করতে চান গাজীপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ হোসেন আলী। তিনি বলেন, “জনগণের বিশ্বাস ও সমর্থন পেলে দুর্নীতি, মাদক ও সহিংসতামুক্ত সমাজ উপহার দিতে পারব ইনশাল্লাহ।”
বিজ্ঞাপন
শুক্রবার (১৭ অক্টোবর) দিনব্যাপী বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ শেষে বিকেলে শিববাড়ি মোড়ে ২৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক নির্বাচনী পথসভায় অংশ নেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আমির খালেদ হোসাইন। এতে সূরা সদস্য, কর্মপরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় দুই শতাধিক নাগরিক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি শান্তি ও ইনসাফের প্রতীক। তাই তারা একযোগে হোসেন আলীর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
দিনব্যাপী প্রচারণায় হোসেন আলী স্থানীয় দোকান, বাসাবাড়ি ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সমর্থন চান।








